June 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত চার

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত চার

বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত চার

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার শ্রমিক নিহত এবং আহত হয়েছেন ২৫ জন।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- আহমদ রেজা, রনি হোসেন, শুভ ও মো. রাহাত।

স্থানীয়রা জানান, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে বিরোধ চলছিল নির্মাণাধীন ওই বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের ভেতর আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে  চারজন নিহতের খবর পেয়েছি।