December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বিএনপিকে ধর্মান্ধদের মাথা থেকে রাজনীতির ছাতা সড়ানোর আহবান ইনু’র

বিএনপিকে ধর্মান্ধদের মাথা থেকে রাজনীতির ছাতা সড়ানোর আহবান ইনু’র

বিএনপিকে ধর্মান্ধদের মাথা থেকে রাজনীতির ছাতা সড়ানোর আহবান ইনু’র

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ বিএনপিকে ধর্মান্ধদের মাথা থেকে রাজনীতির ছাতা সড়ানোর আহবান জানিয়েছেন জাসদ সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবাপাড়ার জেলে পল্লীতে আগুনে জ্বালিয়ে দেয়া ঘরবাড়ি পরির্দশন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের উদ্দেশ্যে বক্তব্য দানকালে এ কথা বলেন। তিনি আরো বলেন সারাদেশে প্রায় ৩২ হাজার পূজা মন্ডবে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন হয়। পূজা পরবর্তী সময়ে সারা দেশে ৫০ টি স্থানে হামলা হলো কেন? প্রশ্ন তুলে প্রশাসনের কোন ব্যর্থ আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারে প্রতি আহবান জানান। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সরকারকে ক্ষতিগ্রস্থ পরিবারকে দ্রুত পুর্নবাসন করার দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি কুমারেশ চন্দ্র, রামনাথপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুধীর চন্দ্র। আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন শেষে সাবেক মন্ত্রী ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের কথা শোনেন। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য গত ১৭ ই অক্টোবর উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীর বাসিন্দা প্রশান্ত কুমারের ছেলে পরিতোষ কুমার (১৬) ফেসবুকের একটি পোস্টে মন্তব্যের ঘরে কাবাঘরের ব্যঙ্গ ছবি দেয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০ টার পর দুর্বৃত্তরা কসবা জলে পল্লীতে বাসীন্দাদের বাড়ীঘর লুটপাট ও ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় এতে ৩০ টির বেশি ঘর পুড়ে যায়।