October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

৭১’র মুক্তিযুদ্ধের স্মৃতির কথা আজও মনে পড়ে: ডেপুটি স্পিকার

৭১’র মুক্তিযুদ্ধের স্মৃতির কথা আজও মনে পড়ে: ডেপুটি স্পিকার

৭১’র মুক্তিযুদ্ধের স্মৃতির কথা আজও মনে পড়ে: ডেপুটি স্পিকার

গাইবান্ধা ঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, ৭১ সালের মুক্তিযুদ্ধের আত্মত্যাগের হৃদয় বিদারক স্মৃতির কথা আজও মনে পড়ে। যেটা কখনো ভুলবার নয়। তৎকালীন পাকহানাদার বাহিনী গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় অগ্নিসংযোগ, গুলি বর্ষণ, ধবংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালিয়ে অনেকের মায়ের কোল খালি করেছে।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে যেসব যোদ্ধা বেঁচে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সামাজিক মর্যদা বৃদ্ধিসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এসময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দীন জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা আওয়ালীগের সভাপতি নাজমুল হুদা দুদুসহ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।