September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ: স্বাস্থ্য অধিদফতর

৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ: স্বাস্থ্য অধিদফতর

৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ: স্বাস্থ্য অধিদফতর

দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার দুপুর ১২টায় এ তথ্য জানানো হয়েছে।

এদিন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা জানান।

এ সময় তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে যুক্ত হয়ে বলেন, জনগণ সরকারকে সহযোগিতা না করলে দেশ থেকে করোনামুক্ত হবে না। তাই দেশের জনগণকে দেশ থেকে করোনামুক্ত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) পরিচালক আবু হেনা মোরশেদ জামান সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রমুখ।