November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

দিনাজপুরে খ্রীষ্টিয় ধর্মে শান্তি রাণী সিস্টার সংঘের ১ম সন্ন্যাস ও আজীবন ব্রত গ্রহণ

দিনাজপুরে খ্রীষ্টিয় ধর্মে শান্তি রাণী সিস্টার সংঘের ১ম সন্ন্যাস ও আজীবন ব্রত গ্রহণ

দিনাজপুরে খ্রীষ্টিয় ধর্মে শান্তি রাণী সিস্টার সংঘের ১ম সন্ন্যাস ও আজীবন ব্রত গ্রহণ

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
সকালে দিনাজপুরে খ্রীষ্টিয়ান ধর্মের শান্তি রাণী সিস্টার সংঘের ১২জন সিস্টারদের ১ম সন্ন্যাস, আজীবন ব্রত গ্রহণ ও ২৫ বছর এবং ৫০ রজত জয়ন্তী গ্রহণের অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। “সন্ন্যাস ব্রত” বলতে ব্রত গ্রহণের মধ্য দিয়ে, সেবার জীবনে নিজেকে যীশু’র জন্য উৎস্বর্গ করে দেওয়া এবং “আজীবন ব্রত” বলতে ব্রত গ্রহণের মধ্য দিয়ে যীশু’র জন্য নিজেকে আজীবনের জন্য উৎস্বর্গ করে দিয়ে খ্রীষ্টিয় ধর্ম প্রচার কাজে নিয়োজিত রাখা। অন্ধকারাচ্ছন্ন জায়গা আলোকিত করতে নিজেকে তৈরী করে এই মহৎ কাজে প্রেরণা জোগানোই হচ্ছে ব্রত গ্রহণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতি বছর ৬ জানুয়ারী জাকজমকভাবে দিনব্যাপী বিশেষ প্রার্থনা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ব্রত গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারী বুধবার সকাল ৮টায় দিনাজপুরে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গির্জায় পবিত্র খ্রীষ্টযাগ এর মাধ্যমে সন্ন্যাস ব্রত ও আজীবন ব্রত গ্রহণ ও ২৫ বছর এবং ৫০ রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র খ্রীষ্টযাগ যা বিশেষ প্রার্থনা হিসেবে বোঝায় এর মাধ্যমে ১২জন সিস্টার ১ম সন্ন্যাস, আজীবন ব্রত গ্রহণ ও ২৫ বছর এবং ৫০ রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে ৪ জন ১ম সন্ন্যাস ব্রত গ্রহণ করেন সিস্টার মার্টিনা হাঁসদা সি.আই.সি, সিস্টার অমিতা মূর্মূ সি.আই.সি, সিস্টার প্রভাতী টপ্য সিআইসি ও সিস্টার শিশিলিয়া দেউয়া সিআইসি, আজীবন ব্রত গ্রহণ করেন ৩ জন সিস্টার দীপা মন্ডল সিআইসি, সিস্টার ললিতা তির্কী সি.আই.সি ও সিস্টার এমিলিয়া খালকো সি.আই.সি, ২৫ বছর রজত জয়ন্তী উৎসব পালন করেন সিস্টার যোসপিনা সরেন সি.আই.সি, সিস্টার সন্ধি ক্রুশ সি.আই.সি ও সিস্টার বীণা আনাস্তাসিয়া রোজারিও সি.আই.সি এবং ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালণ করেন ২ জন সিস্টার লেটেশিয়া কস্তা সি.আই.সি এবং সিস্টার এর এনরিকা রোজারিও সি.আই.সি গণদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সকল অনুষ্ঠানের মধ্যে বিশেষ প্রার্থনা শেষে সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে প্রথম সন্ন্যাস ব্রত ও আজীবন ব্রত গ্রহণ এবং ২৫ বছর এবং ৫০ রজত জয়ন্তী গ্রহণের অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়। পবিত্র খ্রীষ্টযাগ পরিচালনা করেন দিনাজপুর খ্রীষ্টিয় ধর্মের ধর্মপ্রদেশের বিশপ ড. সেবাস্টিয়ান টুডু এবং সিস্টারদের ১ম সন্ন্যাস, আজীবন ব্রত গ্রহণ পরিচালনা করেন দিনাজপুরে খ্রীষ্টিয়ান ধর্মের শান্তি রাণী সিস্টার’স সংঘের সুপেরিয়র জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা সি.আই.সি।এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিশপ ও বাংলাদেশ কারিতাস এর প্রেসিডেন্ট ড. জের্ভাস রোজারিও, শান্তি রাণী সিস্টার’স সংঘের সুপেরিয়র জেনারেল সিস্টার রেবেকা কিসপট্টা সি.আই.সি এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার গির্জা সমূহের জাযগ ও সিস্টার এবং বিভিন্ন এলাকা থেকে আগত আত্মীয় স্বজন।