January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঈদের আগেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে ৬ মাসের উপবৃত্তির টাকা

ঈদের আগেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে ৬ মাসের উপবৃত্তির টাকা

ঈদের আগেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে ৬ মাসের উপবৃত্তির টাকা

ঈদের আগেই এক সঙ্গে ছয় মাসের উপবৃত্তির টাকা পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী। একই সঙ্গে জামা-জুতা কেনা বাবদ এককালীন আরো এক হাজার টাকা দেয়া হবে।

জানা গেছে, ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এ উপবৃত্তির টাকা দেয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে মায়েদের কাছে এ টাকা পৌঁছে যাবে বলে প্রকল্প সূত্রে জানা গেছে।

প্রাথমিকে উপবৃত্তির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের মায়েদের নগদ অ্যাকাউন্টে বকেয়া ৬ মাসের টাকা যাবে। অর্থাৎ গত বছরের (২০২০ সাল) জুলাই থেকে ডিসেম্বরের অর্থ দেয়া হবে।

তিনি আরো জানান, এ বকেয়া ছয় মাসের অর্থ নিরাপদভাবে পাঠানোর পর পরবর্তী তিন মাসের অর্থ পাঠানো হবে। অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের অর্থ পাঠানো হবে। এটি কার্যকর করা হবে আগামী মে থেকে জুন মাসের মাঝামাঝি সময়ে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ প্রকল্প প্রায় এক বছর বন্ধ ছিল। পরে গত ডিসেম্বরে ‘নগদ’ এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।