January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রাতেই ‘সাত পাকে বাঁধা’ পড়ছেন রণবীর-আলিয়া

রাতেই ‘সাত পাকে বাঁধা’ পড়ছেন রণবীর-আলিয়া

রাতেই ‘সাত পাকে বাঁধা’ পড়ছেন রণবীর-আলিয়া

রণবীর-আলিয়া জুটিকে নিয়ে দিন দিন যেন গুঞ্জন বেড়েই চলেছে। কবে বিয়ে করছেন এই তারকা জুটি, এই প্রশ্নের উত্তর জানতে ব্যাকুল হয়ে আছেন তাদের ভক্তকুল। যদিও এ ব্যাপারে এখনো পরিষ্কার কিছুই বলছেন না রণবীর বা আলিয়া। তবে শিগগিরই বিয়ের পার্ট চুকিয়ে ফেলার আভাসও দিয়েছেন রণবীর।

শোনা যাচ্ছে, বুধবার (৩০ ডিসেম্বর) রাতেই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদান পর্ব করবেন রণবীর।  সে উদ্দেশ্যে রণথম্ভোরের আমন হোটেলে অবস্থান নিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

ভারতীয় গণমাধ্যমের খবর হোটেলে অবস্থান নিয়েছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংসহ আরও অনেকে। করণ জোহরও নাকি গোয়া থেকে রণথম্ভোরে চলে যাবেন। তাদের উপস্থিতি বাগদান সম্পন্ন হবে।

তবে ভাট পরিবার থেকে কারা যাচ্ছেন বা থাকছেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ওদিকে জল অনেক ঘোলা করার পর বিয়ের কথা স্বীকার করেছেন আলিয়া-রণবীর। রণবীর ভারতীয় গণমাধ্যমে স্বীকার করেছেন, করোনা তাদের বিয়ে আটকে দিয়েছে। না হলে অনেক আগেই এক হতেন তারা।