October 24, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪৮

ফিলিস্তিনের গাজার ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে । নিহতদের মধ্যে ১৪ জনই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০৪ জন। প্রতিবাদে ইসরায়েলের তেল আবিবে হামাসের চালানো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে ৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, মঙ্গলবার কয়েক ঘণ্টায় গাজায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলার প্রতিবাদে হামাস ও ফিলিস্তিনের সশস্ত্র অন্য সংগঠনগুলো তেল আবিব ও বেরশেবা এলাকায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। পাশের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইসরায়েল জানিয়েছে, তারা হামাসকে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। হামলা চালিয়েছে সংগঠনটির গোয়েন্দা সেন্টার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে।

উল্লেখ্য, গাজায় ২০১৪ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় পাল্টা-পাল্টি হামলার ঘটনা। নতুন করে হামলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহল।