October 19, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

দিল্লিতে ইসরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ

দিল্লিতে ইসরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ

দিল্লিতে ইসরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ

ভারতের দিল্লির ইসরাইলি দূতাবাসের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

দিল্লির পুলিশ জানিয়েছে, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তদন্তকারী দল।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইসরাইলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।