January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ব্রাজিলে বন্যায় ২৪ জনের প্রাণহানি, বাস্তুচ্যুত ১৭ হাজারেরও বেশি

ব্রাজিলে বন্যায় ২৪ জনের প্রাণহানি, বাস্তুচ্যুত ১৭ হাজারেরও বেশি

ব্রাজিলে বন্যায় ২৪ জনের প্রাণহানি, বাস্তুচ্যুত ১৭ হাজারেরও বেশি

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষ।

মিনাস গেরাইস প্রশাসনের তথ্য অনুসারে,১৪৫টি পৌর এলাকায় এখনও জারি রয়েছে জরুরি অবস্থা।

এদিকে ব্রাজিলের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির ৪২টি বাঁধ নজরদারিতে রাখা হয়েছে। এর মাঝে তিনটি বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে সেগুলো ভেঙে গিয়ে ভাসিয়ে নিতে পারে বিস্তীর্ণ লোকালয়। গেলো ডিসেম্বরে, অঞ্চলটির একটি বাঁধ ধ্বংসের ঘটনায় বন্যার কবলে পড়ে মাইলের পর মাইল এলাকা।

সূত্র: ইউরো নিউজ