January 18, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ভারতে একদিনে আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার, মৃত্যু ৩৪৯৮

ভারতে একদিনে আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার, মৃত্যু ৩৪৯৮

ভারতে একদিনে আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার, মৃত্যু ৩৪৯৮

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৯৮ জন।

এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত ভারতে মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৬৬ হাজার ১৫৯ জন।

গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে আজ টানা নবম দিনের মতো দৈনিক শনাক্তের সংখ্যা তিন লাখেরও বেশি।