January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান : জাতিসংঘ

মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান : জাতিসংঘ

মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান : জাতিসংঘ

তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পরেই আফগানদের দুরাবস্থা যেন বেড়েই চলেছে। চলমান মানবিক ও আর্থিক সংকটও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে দেশটির লাখ লাখ নাগরিক ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বৃহস্পতিবার সাংবাদিকদের আন্তেনিও গুতেরেস জানান, হিমায়িত তাপমাত্রা এবং হিমায়িত সম্পদ, উভয়ই আফগানিস্তানের জনগণের জন্য প্রাণঘাতী বিষয়। আর তাই মানুষের জীবন ও বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করা থেকে বাধা দেয় এমন নিয়ম ও শর্তগুলো এই ধরনের জরুরি পরিস্থিতিতে স্থগিত করতে হবে।

আফগানিস্তান এমনিতেই যুদ্ধের কারণে দশকের পর দশক ধরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। গত বছরের গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হয়েছে। দেশটিতে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি, তাতে এই প্রবল শীতে লাখ লাখ মানুষ অভুক্ত থাকতে হতে পারে।