September 23, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা ঃ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফ, শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা, সবার জন্য করোনা ভ্যাকসিন এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতসহ ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৩এপ্রিল) জেলা শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয় চত্বরে সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক স¤পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ। বক্তারা করোনাকালিন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গাইবান্ধা শহরের আফজাল সুজ এর সাবেক স্বত্বাধিকারী হাসান আলীর হত্যাকারী পুলিশসহ সকল জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে বক্তারা ছাত্রছাত্রীদের মেসভাড়া-বাড়িভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দ দেয়ারও দাবি জানান।