January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাবতলীতে ছাত্রদল নেতা রাসেল ইসলাম হানজালা’র প্রথম মৃত্যুবার্ষিকীতে দেয়া মাহফিল অনুষ্ঠিত

আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ শুক্রবার বাদজুম্মা বগুড়ার গাবতলী কাগইলের দেওনাই গ্রামের ছাত্রদল নেতা রাসেল ইসলাম (হানজালা) প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে দেওনাই দক্ষিনপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কাগইল ইউপির চেয়ারম্যান ও বিএনপি নেতা আগানিহাল বিন জলিল তপন, আরাফাত রহমান স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার উপদেষ্টা এবং সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও বিএনপির নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বিএনপি নেতা আতাউর রহমান, মোরশেদ আল আমিন লেমন, আব্দুস সালাম, হেফজুল বারী, মিজানুর রহমান, মরহুমের পিতা রফিকুল ইসলাম, ভাই সুমন মিয়া, যুবদল নেতা আলপনা কবির বাবু, রিপন, সাইফুল, হোসেন, রেজা, সিহাব, ফুলমিয়া, সোহেল, ছাত্রদল নেতা মান্নান, জাহিদ, মোজাহিদ, নাফিজ, সোহান, মমিন’সহ বিএনপি ও অঙ্গদল নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।