December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

ঝিনাইদহ-
কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন দলটির জেলা শাখা। জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের হোসেন শহীদ সোহরাহওয়ার্দী সড়ক, মাওলানা ভাষাণী সড়কসহ বিভিন্ন স্থানের কাঁচাবাজার, মুদি দোকান, চাউলের দোকানসহ ব্যবসায় প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে তারা। জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এমএ মজিদ, যুগ্ম- আহবায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, সদর থানা বিএনপি’র আহবায়ক এ্যাড কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা পথচারী ও দোকানগুলোতে লিফলেট দিয়ে জনগণকে সচেতন হওয়ার এবং প্রতিবাদ জানাতে আহ্বান জানান।