January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পার্বতীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় আনন্দ মিছিল

পার্বতীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় আনন্দ মিছিল

পার্বতীপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় আনন্দ মিছিল

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় আনন্দ মিছিল। গত শুক্রবার দুপুর ২টায় পার্বতীপুর উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনে আনন্দ মিছিল বের হয়। উপজেলা ছাত্র দলের নব নির্বাচিত কমিটির সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেন রিপনের নেতৃত্বে দুপুর ২টায় পার্বতীপুর উপজেলার ঙ্গানানকুর স্কুরের সামনে দলীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ায় এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ২.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তি, সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভিপি রাঙ্গা, পৌর আহব্বায়ন মোঃ এমদাদুল ইসলাম রতন, উপজেলা আহব্বায়ক ইফতেখার আহমেদ রিগ্যান। এ সময় দলীয় অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।