September 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

টপিক-------বিদিশা সরকার

টপিক-------বিদিশা সরকার

টপিক——-বিদিশা সরকার

কিছুক্ষণ থেমে গিয়েছিল এপক্ষে ওপক্ষে কথালাপ
প্রসবিনী হেঁটে যাচ্ছে একা –
ঝিলের ওপর দিয়ে টানা রিক্সা যেন
ভূকম্পে টলেনি তার পা
জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে প্রসবিনী মা
আমরা দেখছিলাম
কত কি বদল হল উন্নততর’র থেকে তম
জিওল মাছের মত
মায়েদের জন্য কত মেধা
সমাধানে নেমে আসে
ভূমিষ্ঠের সংবাদ এলো না
কে কাকে গায়েব করে
যোনি ফুঁড়ে দালাল শহরে
গান বাজে সিগন্যালে
বাইশে শ্রাবণে কবি বহুদিন পালিত ভিনদেশে
এসব সবারই জানা
কবিতাও যেমন সহজে
প্রতিদিন সংবাদে কবিতার প্রয়োজনে
গণ ধর্ষণের পাতা খোঁজে ।