September 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

শুভ জন্মদিন প্রেমা ।

শুভ জন্মদিন প্রেমা ।

শুভ জন্মদিন প্রেমা

কবি ও গল্পকার মোহনা হাসান প্রেমার আজ জন্মদিন। মোহনা হাসান প্রেমা ১৯৮৭ সালে ২৮ শে আগস্ট চুয়াডাঙ্গাতে জন্ম গ্রহণ করেন । তিনি বিশিষ্ট কবি ও ব্যাংকার বাবা প্রয়াত ময়নুল হাসান ও গৃহিনী মা শাহানা হাসানের একমাত্র সন্তান । ফিন্যান্সএ এম. বি. এ কৃত কবি মোহনা হাসান প্রেমার ২টি বই আমার কিছু বলার ছিল (গল্প) এবং আমি এখন বদলে গেছি (কবিতা) একুশে বইমেলা নন্দিতা প্রকাশনী ২০১৭ এবং ২০১৮ সালে প্রকাশিত হয়। তাছাড়া উনি দেশের বিভিন্ন প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে নিয়মিত লিখে থাকেন। কবির জন্মদিনে অনেক অনেক শুভকামানা এবং ভালোবাসা জানাই ।