January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধার সাঘাটায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত, আহত ১০

গাইবান্ধার সাঘাটায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত, আহত ১০

আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মৃত্যু

রংপুর ও লালমনিরহাটে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার মুন্নী আক্তার, লালমনিরহাট সদর উপজেলার খেজমতি বেগম।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ প্রধান জানান, আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুন্নী আক্তার ও খেজমতি বেগম। রোববার সকালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মুন্নী আক্তারের মৃত্যু হয়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। সোমবার সকালে খেজমতি বেগমের মৃত্যু হয়। শনিবার সকালে তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। আগুনে তার শ্বাসনালী পুড়ে গেছে।

ডা. আব্দুল হামিদ আরো জানান, এ নিয়ে চলতি মাসে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৭ জন নারী ও শিশু চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।