September 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

আজ দৈনিক দাবানলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ১ম মৃত্যুবার্ষিকী

আজ দৈনিক দাবানলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ১ম মৃত্যুবার্ষিকী

আজ দৈনিক দাবানলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক এমপি খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ১ম মৃত্যুবার্ষিকী

রংপুর ব্যুরো্।

আজ শুক্রবার রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সংগঠক, মহান মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক রণাঙ্গন, সাপ্তাহিক মহাকাল ও দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাতা সম্পাদক-প্রকাশক, সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর প্রথম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুমা রংপুর নগরীর মুলাটোলে মরহুমের নিজ বাসভবনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সাংবাদিক মহলসহ মরহুমের শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে দৈনিক দাবানল এর বর্তমান সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু।

বর্ষিয়ান সাংবাদিক খন্দকার গোলাম মোস্তফা বাটুল পঞ্চাশ বছর আগে উত্তরাঞ্চলের মানুষের চাওয়া-পাওয়া আর প্রত্যাশা পূরণে পত্রিকার প্রকাশনা ও সম্পাদনা শুরু করেছিলেন। তিনি ছিলেন সাংবাদিক। একাধারে সংবাদপত্রের প্রতিষ্ঠাতা। সংবাদপত্র ঘিরেই যেন তার জীবন রেখা রচিত হয়েছিল। নিরলস মেধা, পরিশ্রম ও সাহসিকতায় নিজেকে অদ্বিতীয় হিসেবে আবিষ্কার করতে সক্ষম হন বাটুল নামে পরিচিত এই আলোকিত মানুষটি। তার হাত ধরে উত্তর জনপদে সৃষ্টি হয়েছে অনেক সাংবাদিক, কবি, লেখক, সাংস্কৃতিক অঙ্গনের তারকা। যাদের বিচরণের নেপথ্যে রয়েছে রণাঙ্গন, মহাকাল আর দাবানল।

খন্দকার গোলাম মোস্তফা বাটুল ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা এলএমএফ (চিকিৎসক) ডা. মোজাম্মেল হক খন্দকার। মাতা মাজেদা বেগম। তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।