November 29, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

করোনা ভেক্সিন নিলেন রংপুর আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাজু

করোনা ভেক্সিন নিলেন রংপুর আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাজু

করোনা ভেক্সিন নিলেন রংপুর আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাজু

রেজাউল করিম জীবন, রংপুরঃ আজ বৃহস্পতিবার করোনা ভেক্সিন নিলেন বাংলাদেশ আওয়ামী লীগ,রংপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এ্যাডঃরেজাউল করিম রাজু ।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড কোয়ারেন্টাইন সেন্টারে এ টীকা নেন।একই সময়ে টীকা নেন কারমাইকেল কলেজ রংপুরের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিনতে হুসাইন নাসরিন বানু।টীকা নিয়ে উভয়ে ভালো আছেন।এ প্রসঙ্গে এডভোকেট রেজাউল করিম রাজু ভাই বলেন,মহান আল্লাহর অশেষ রহমতে করোনা ভ্যাকসিন গ্রহন করলাম,ভালো আছি।এখন মানসিকভাবে ভালো লাগছে।দেশের মানুষ এখন অনেক সচেতন,টীকা নিয়ে অপ্রচার ও বিভ্রান্তকে কানে মানুষ টীকা গ্রহণ করছেন। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পরছে।

সেই সাথে তিনি,এখনো যারা টীকা গ্রহন করেননি দ্রুত নিজ নিজ উপজেলা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন সেন্টারে এসে টীকা নিয়ে নিজে নিরাপদ ও অন্যকে নিরাপদ রাখার আহবান জানিয়েছেন। আল্লাহ মহান,সুস্থতা কামনা সহ মহামারী করোনা বিদায় হউক পৃথিবী থেকে। তিনি করোনা পরিস্থিতি পৃথিবী থেকে বিদায় হউক,এই আশাবাদ ব্যক্তকরে সকলের দোয়া কামনা করেছেন।