June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

কালীগঞ্জে সাগরদাড়ি এক্সপেস ট্রেনে কাটা পড়ে নারী নিহত

কালীগঞ্জে সাগরদাড়ি এক্সপেস ট্রেনে কাটা পড়ে নারী নিহত

কালীগঞ্জে সাগরদাড়ি এক্সপেস ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক মহিলা নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে চাঁচড়া মাঠের মধ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি সাগরদাড়ি এক্সপেসে কাটা পড়ে সে মারা যায়। নিহত আছিয়া কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর হঠাৎ পাড়ার মৃত চাঁদ আলীর স্ত্রী।স্থানীয়রা বলছে, নিহত নারী বধির ও মানুষিক রোগী ছিলেন। মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান আলী খুলনাগামি সাগরদাড়ি এক্সপেসে কাটা পড়ে এক নারী নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে জানান, যশোর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধারের ব্যবস্থা করবেন।