January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণরায় যাচাই-বাছাই অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণরায় যাচাই-বাছাই অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণরায় যাচাই-বাছাই অনুষ্ঠিত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণরায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল( জামুকা)  নির্দেশে শনিবার সকাল ১০ টায় উপজেলা হল রুমে প্রাক্তন নয়জন বীর মুক্তিযোদ্ধাদের কাগজপত্র সহ যাবতীয় প্রমাণপত্র যাচাই-বাছাই করা হয়। 
বীর মুক্তিযোদ্ধারা হলেন, উপজেলার চাঁদখানা ইউনিয়নের মমেদুল ইসলাম বেসামরিক গেজেট নং -১৫৭, মৃত আব্দুল মজিদ গেজেট নং-১৮৯, কিশোরগঞ্জ সদর ইউপির শাহাব উদ্দিন গেজেট নং-১৬৪, জহির উদ্দিন গেজেট নং-১৮৪, মৃত সুবাস চন্দ্র রায় গেজেট নং-১৯১, বাহাগিলি ইউপির এস এম সিরাজুল ইসলাম গেজেট নং- ১৬৬, নিতাই ইউপির হাবিবুর রহমান (হাবুল) গেজেট নং- ১৬৮, পুটিমারী ইউপির আব্দুল মান্নান চৌধুরী গেজেট নং- ১৭৯, শ্রী য্যোতিশ বর্মণ গেজেট নং-৭২৭।এ সময় উপস্থিত ছিলেন যাছাই- বাছাই কমাটির উপজেলা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম, যাছাই-বাছাই কমিটির সভাপতি শ্রী গনেশ চন্দ্র রায়, জেলা প্রশাসকের প্রতিনিধি নজরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাদের  এমপি প্রতিনিধি আব্দুল গনি।