January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধায় নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় নারী এবং মেয়ে শিশুদের প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এসকেএস ফাউ-েশনের এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রকল্পের আয়োজনে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাড. শাহীন গুলশান নাহার মুনমুন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আনিছ মোস্তফা তোতন, ভিকটিম সাপোর্টসেল সদর থানার এসআই মো. আসাদুজ্জামান, ব্যাকের আইন সহায়তা কর্মকর্তা মো. আব্দুল হামিদ, এ্যাড. শামসুজোহা শামীম, মানবাধিকার কমিশন জেলা শাখার সদস্য দিলারা বেগম ও মো. ওয়াহিদ মুরাদ লিমন, বোয়ালীর ভিএইচসিএফডাব্লিউসি ডা. মো. জাফর উল্লাহ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, ফুলছড়ি উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধক ভবতোষ রায় মনা, রেডিও সারাবেলা প্রতিনিধি আখি আক্তার, দলের সদস্য রুমানা বেগম, মরিয়ম বেগম, জুলেখা বেগম প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোছা. লাভলী খাতুন। প্রকল্পের এ পর্যন্ত অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. বিউটি বেগম।