January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের গুড়ির নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের গুড়ির নিচে চাপাপড়ে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ঘনাটি ঘটেছে আজ শনিবার ৫ ডিসেম্বর দুপুরের দিকে । নিহত হলেন, উপজেলার সতীতলা গ্রামের গ্রামের রনজু মিয়া শিশুকন্যা রূপা (৭) উপজেলার কামারদহ ইউনিয়নের ভাগগোপাল শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের আহসান আলী ছেলে বাচ্চু মিয়ার মালিকানাধীন একটি পুকুর থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহারের জন্য একটি বড় গাছের গুড়ি শ্রমিকরা পুকুরে গড়িয়ে দেয়। এসময় পুকুর পাড়ের নিচে খেলতে থাকা অবস্থায় ওই গ্রামের রনজু মিয়া শিশুকন্যা রূপা (৭) গাছের গুড়ির নিচে চাপাপড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।