July 29, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পলাশবাড়ীতে ভটভটি উল্টে চালক নিহত

পলাশবাড়ীতে ভটভটি উল্টে চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ীতে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চাকল এন্তাজ আলী বিশ্বাস (৪৭) নিহত হয়েছে।

এন্তাজ বিশ্বাস যশোর জেলার কেশবপুর থানার মির্জা নগর পুর্ব পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে স্থানীয় একটি ইট ভাটার ম্যানেজার পদে চাকরি করত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা ফুটানি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, অটোরিক্সা ও মোটর সাইকেলটি মুখোমুখি সংঘর্ষে চালক এন্তাজ আলী ছিটকে পড়ে। এসময় উপস্থিত লোকজন গুরতর আহত অবস্থায় দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করে। মাঝ পথেই তার মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ গ্রামের বাড়ি যশোর জেলার কেশবপুর থানার মির্জা নগর পূর্বপাড়া গ্রামের আত্মীয়দের পরামর্শে সেখানে নেয়ার প্রস্তুতি চলছে।