January 18, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধায় নবজাতক কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার!

গাইবান্ধায় নবজাতক কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার!

গাইবান্ধায় নবজাতক কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার!

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নবজাতক কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

তারা জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার মহিমাগঞ্জ রেলষ্টেশনের অদূরে একটি নলখাগড়ার ঝোপের পাশে হতভাগ্য কন্যা শিশুর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান তারা।
রাতে শিয়াল-কুকুর শিশুটির দুই উরুর বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে শত শত কৌতুহলী মানুষ ছুটে আসে সেখানে। স্থানীয়দের ধারণা, অবৈধ গর্ভধারণের ফলে অনাগত শিশুটিকে জন্মের পর পরই কেউ হয়তো বিষয়টি থামাচাপা দিতেই রাতের আঁধারে তাকে সেখানে ফেলে চলে গেছে।

অপরদিকে দুপুর পর্যন্ত সেখানে পুলিশ না আসায় স্থানীয় লোকজন শিয়াল-কুকুরে খাওয়া হতভাগ্য কন্যা শিশুর মরদেহ পাশের জমিতে দাফন করেছে।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে জায়গাটি রেলওয়ের হওয়ায় রেল পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।