June 23, 2021

Jagobahe24.com news portal

Real time news update

গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদযাত্রা

গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদযাত্রা

গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পদযাত্রা

গাইবান্ধা ঃ গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) এ ডাক্তার নিয়োগ এবং জেনারেল হাসপাতালে নার্সের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয় পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বাস টার্মিনাল হয়ে উপ-পরিচালক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পদযাত্রার শুরুতে এবং শেষে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) স¤প্রতি রোগী হয়রানির ঘটনার প্রেক্ষিতে কর্মরত ডাক্তার, ভিজিটরদের বদলী করা হলেও সেখানে সিন্ডিকেট চক্র এখনও সক্রিয় আছে। এখন পর্যন্ত ডাক্তার নিয়োগ দেয়া হয়নি। ফলে সেখানে রোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তারা জরুরী ভিত্তিতে ডাক্তার নিয়োগ দিয়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে স¤প্রতি নার্স কর্তৃক শিশুর অক্সিজেন খুলে নেয়ায় শিশু মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।সাগর ভাই নিউজটা এখন পর্যন্ত পেলাম না।