September 22, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সাদুল্লাপুরে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী গাইবান্ধা

সাদুল্লাপুরে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালেন স্বামী গাইবান্ধা

গাইবান্ধায় বিষাক্ত মদ পানে দুই জনের মৃত্যু

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে মেহেদী হাসান সোহাগ (৩২) ও তৌফিকুজ্জামান সৈকত (৩০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এই মদ পানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচজন।
এর মধ্যে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টায় বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মেহেদি হাসান সোহাগের। এর আগে, বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় তৌফিকুজ্জামান সৈকতের।
অসুস্থরা হলেন, চক গোবিন্দ পশ্চিম চৌমাথা এলাকার রানা (৩২), একই এলাকার আরেক রানা (২৮), বাঁধন সরকার (২৬), বাপ্পী (২৮) এবং অভি (৩০)। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, মৃতদের মারা যাওয়ার কারণ উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
তবে এ ব্যাপারে মৃত মেহেদী ও সৈকতের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।
স্থানীয়রা জানান, মেহেদী ও সৈকতসহ অসুস্থরা বৃহস্পতিবার রাতে একসাথে বসে মদপান করে। মদ পানের প্রায় ২ ঘণ্টা পর উল্লেখিত যুবকরা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তৌফিকুজ্জামান সৈকতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে রাত আনুমানিক ১০টায় মারা যায়। এছাড়া শুক্রবার ১১টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মেহেদি হাসান সোহাগের মৃত্যু হয়। অসুস্থ অন্যরা বগুড়া শজিমেক ও রংপুর রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েছিলো। এখানে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া ও রংপুরে স্থানান্তর করা হয়।