October 27, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী ১৬

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী ১৬

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী ১৬

গাইবান্ধা ঃ গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ২০ ডিসেম্বর রবিবার।
এরমধ্যে গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে জন ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন- শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর (আ’লীগ), মো. শহিদুজ্জামান শহীদ (বিএনপি), মো. আনওয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র), ফারুক আহমেদ (স্বতন্ত্র), মো. শামছুল আলম (স্বতন্ত্র), মো. আহছানুল করিম (স্বতন্ত্র) মো. মির্জা হাসান (স্বতন্ত্র), মতলুবর রহমান (স্বতন্ত্র)।
সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন-মো. আব্দুল্লাহ আল মামুন (আ’লীগ), মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (জাপা), মাজেদা বেগম (স্বতন্ত্র), দেবাশীষ কুমার সাহা (আ’লীগ বিদ্রোহী), আবুল খায়ের মো. মশিউর রহমান সবুজ (বিএনপি), মো. খয়বর হোসেন মওলা (আ’লীগ বিদ্রোহী), মো. আল শাহাদৎ জামান (স্বতন্ত্র), মো. গোলাম আহসান হাবীব মাসুদ (এনডিএম)।