December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর স্কুলে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর স্কুলে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর স্কুলে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা। শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যঠু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়, কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিক্ষক আব্দুল আলিম, গন্যমান্যদের মধ্যে মাওঃ তোফাজ্জল হোসেন, সোহেল, নাইম, মাফুজার, শাহীন প্রমূখ। এর পূর্বে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা শহীদ মিনার নির্মানের জন্য নগদ অর্থ ও স্থানীয় খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।