July 29, 2021

Jagobahe24.com news portal

Real time news update

গাবতলী খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও রওনক জাহান

গাবতলী খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও রওনক জাহান

গাবতলীর খাদ্যগুদাম পরিদর্শন করলেন ইউএনও রওনক জাহান

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বুধবার (৩০জুন২১) বগুড়ার গাবতলী সুখানপুকুর ও সাবেকপাড়া সরকারী এল.এস.ডি (খাদ্যগুদাম) পরিদর্শন করেছেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিঃ দাঃ) কে.এম গোলাম রাব্বানী, খাদ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দীক, সুখানপুকুর সরকারী এলএসডি (খাদ্যগুদাম) কর্মকর্তা ফেরদৌস বারী সরকার, সাবেকপাড়া সরকারী এলএসডি (খাদ্যগুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, ’সহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।