December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাবতলীর সুখানপুকুরে গোল্লার নির্বাচনী মত-বিনিময় সভা অনুষ্ঠিত

গাবতলীর সুখানপুকুরে গোল্লার নির্বাচনী মত-বিনিময় সভা অনুষ্ঠিত

গাবতলীর সুখানপুকুরে গোল্লার নির্বাচনী মত-বিনিময় সভা অনুষ্ঠিত


আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলীর সুুখানপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিহিডঙর গ্রামে ৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ঘটিকায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সুখানপুকুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক গোল্লা। এ সময় হাবিবুল্লা মন্ডল চাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার আতিকুর রহমান পিন্টু, প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ঠিকাদার শাহাদত হোসেন মন্টু। আল-আমিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আতিকুর রহমান রন্টু, আব্দুল মতিন, রবিন্দ্র নাথ লাহিরী, আহম্মদ, মিলন, রেজা, তান্নি কান্ত রায়, কালাম, পান্না।এসময় উপস্থিত ছিলেন রেজাউল, জাহিদ হাসান জাহিদ, ওহাব, ফকরে, নান্টু, সাবু, শাহিন, সেলিম, হিটলু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।