January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান মেয়র বাবুলের

গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান মেয়র বাবুলের

গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান মেয়র বাবুলের

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ গুজবে কান না দিয়ে বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল পৌরবাসীর সকল নাগরিককে করোনার টিকা গ্রহণের আহবান জানিয়েছেন । মঙ্গবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে করোনার টিকা গ্রহণের পর পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সুরক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা দেয়ার ব্যবস্থা করে পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই টিকার ব্যাপারে কোন ভয় ও ভীতির কোনও কারণ নেই। তাই কোন ধরণের গুজবে কান না দিয়ে নিজে টিকা গ্রহণ করে সবাইকে উৎসাহ প্রদান করতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
টিকা গ্রহণের পরেও সবাইকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করার অনুরোধও জানান মেয়র মোশারফ হোসেন বাবুল। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবারও দেখা গেছে টিকা নিতে সাধারণ মানুষের উপচে পড়াভীর।