June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ ,গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের করতোয়া নদী থেকে স্যালো মেশিন দিয়ে বালু দস্যূরা অবৈধ বালু উত্তোলন করছে। দিনে -রাতে ভূগর্ভস্থ বালু উত্তোলনে নদীতে বড় বড় গর্ত ও চুরা বালির সৃষ্টি হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় মথুরাপুর হঠাৎ পাড়া গ্রামের গোলাম রসুলের মা ও মৃত নইবার রহমান নইরার স্ত্রী সোনাভান বেগম(৬০)নামের এক বৃদ্ধ নারী মেয়ের বাড়ী জামালপুর যাবার পথে নদীর পানি কমে যাওয়ায় খেয়া ঘাটে নৌকা না চলায় পায়ে হেটে নদী পার হবার সময় বালু তোলা গভীর গর্তে পড়ে ডুবে যান।এতে তার নাকে মুখে পানি ও বালি ঢুকে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এর আগেও ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে কাটাখালি করতোয়া নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে নেমে বালুদস্যূদের তোলা বালুর চোরা বালিতে ডুবে গিয়ে এক মেধাবী কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।এছাড়াও তালুকানুপুর সামসপাড়া গ্রামে অবৈধ বালু পরিবহনের বে-পরোয়া ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।ভূমিহীন সোনাভানের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু দস্যূদের বিচার দাবী করেছেন।