September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাইবান্ধায় করোনায় নতুন শনাক্ত ২৮

গাইবান্ধায় করোনায় নতুন শনাক্ত ২৮

গোবিন্দগঞ্জে দুইদিনে আট জনের করোনা শনাক্ত

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইদিনে আট জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেডিকেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষায় উপজেলার পাঁচ জনের করোনা শনাক্ত হয়। এর পাঁচ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও তার পরিবারের আরও দুইজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

অপরদিকে, শুক্রবার রংপুর মেডিকেল হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষায় উপজেলার আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে গত দুইদিনে উপজেলা আট জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলায় এপর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৩৩৭ জন। মৃত্যুবরণ করেছে ৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ২৯ জন। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিদিনের রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।