December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষার্থীর

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষার্থীর

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষার্থীর

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন মিয়া (২২) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ছিল। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাপগছি হাতিয়াদহ গ্রামের বাসিন্দা।

জানা যায়, মহাসড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সিএনজির সাথে সংঘর্ষ হলে তার পালসার দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলের অদূরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মামুন মিয়ার অকাল মৃত্যুতে তার বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার।