October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে যুবক উদ্ধার

পীরগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে যুবক উদ্ধার

গোবিন্দগঞ্জ নদীতে ভেসে উঠলো মাদরাসা শিক্ষকের মরদেহ

গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে খাজা মিয়া (৪৯) নামের এক মাদরাসার শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুন) সকালে উপজেলার পলুপাড়া ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।খাজা মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে । তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে নিখোঁজ ছিলেন মাদরাসা শিক্ষক খাজা মিয়া। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি ।পরদিন শুক্রবার সকালে পলুপাড়া ব্রিজের পাশে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।