December 9, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

বিধিনিষেধ আরো বাড়িয়ে প্রজ্ঞাপন জারি লকডাউন

বিধিনিষেধ আরো বাড়িয়ে প্রজ্ঞাপন জারি লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের বিশেষ লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সাতদিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।

সীমান্তবর্তী এ জেলায় করোনা সংক্রমণের হার ৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।