January 24, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে তিন মোটর সাইকেলের ত্রিমূখী সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে পাতবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন-কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক বিশ্বাস (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)। কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত সৌভিক বিশ্বাস মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। তিনি পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে কালীগঞ্জগামী একটি বাস ক্রসের সময় বাসের পেছন থেকে আরেকটি মোটরসাইকেল বাসটিকে অভারটেকিং করতে যায়। ফলে, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ওই দুই মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সৌভিকের মৃত্যু হয়। পরে আহত চার মোটরসাইকেল আরোহীর মধ্যে সোহেল ও আকরাম যশোর সদর হাসপাতালে মারা গেছেন।