October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ

ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেয় সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। তিনি জানান, সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, হামদহ, আলহেরা বাইপাস পর্যন্ত মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে শতাধিক দখলদাল অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অনিন্দিতা রায় বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জোতি বসুসহ পুলিশ সদস্যরা।