January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে করোনায় প্রকৌশলীর মৃত্যু

ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে মনিরুজ্জামান (৫৫) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে তিনি মারা যান। মনিরুজ্জামান ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর গ্রামের সফি উদ্দীন আহম্মেদের ছেলে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, প্রকৌশলী মনিরুজ্জামান অসুস্থ হয়ে পড়লে তার করোনা পরীক্ষা করানো হয়। গত ৭ ডিসেম্বর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ১০ ডিসেম্বর তাকে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ঢাকায় ব্যবসা করতেন। ইফার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সহযোগিতায় ও ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক তত্ববাবধানে ঝিনাইদহ সদর উপজেলার মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা শাহিনুরের নেতৃত্বে শিকারপুর গ্রামের নিজ পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে ৬৪ জনের লাশ দাফন করলো ঝিনাইদহ ইসলামীক ফাউন্ডেশন।