January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে বন্যপ্রাণী বাঁচাতে ইমামদের প্রশিক্ষণ

ঝিনাইদহঃ
‘আমরাই পারি বন্য প্রানী বাঁচাতে’ শ্লোগানকে সামনে রেখে বন্যপ্রাণী বাঁচাতে ঝিনাইদহে মসজিদের ইমামদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এসময় প্রশিক্ষণ প্রদাণ করেন বন অধিদপ্তরের পরিচালক এস এম এম জহির উদ্দিন আকন। এসময় উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান, বৃক্ষপ্রেমিক জহির রায়হান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ৩০ জন মসজিদের ইমামকে পরিয়াযাী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষন প্রদাণ করা হয়।