October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে ১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে বাড়ী ফিরল ৮৬ জন ভারত ফেরত যাত্রী

ঝিনাইদহে ১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে বাড়ী ফিরল ৮৬ জন ভারত ফেরত যাত্রী

ঝিনাইদহে ১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে বাড়ী ফিরল ৮৬ জন ভারত ফেরত যাত্রী

ঝিনাইদহ-
১৪ দিন বাধ্যতামুলক কোয়ারেন্টাইন শেষে বাড়ী ফিরল ৮৬ জন ভারত ফেরত যাত্রী। মঙ্গলবার সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ ফলাফল দেওয়া হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে বাধ্যতামুলক কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৪ দিন জেলা প্রশাসনের তত্বাবধানে তারা কোয়ারেন্টাইনে ছিল। সোমবার বিকেলে তাদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।
জেলা প্রশাসক আরও জানান, গত সোমবার ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৪ জনের করোনা পজেটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।