December 3, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঝিনাইদহে ২ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক, থানায় জিডি

ঝিনাইদহে ২ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক, থানায় জিডি

ঝিনাইদহে ২ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক, থানায় জিডি

ঝিনাইদহ-
২ দিন ধরে নিখোঁজ রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়ীয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৫)। সে ওই গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। এ ঘটনায় বুধবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী করেছে তার পরিবারের সদস্যরা। ইকরামুলের বড় ভাই রবিউল ইসলাম জানান, ইকরামুল প্রতিদিন নিজের ইজিবাইক নিয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় চালাতো। সর্বশেষ মঙ্গলবার সকালে সে বাড়ী থেকে বের হয়। রাত ৮টার দিকে বাড়ী না ফিরলে তার সাথে ফোনে যোগাযোগ করা হয়। সেসময় ইকরামুল জানান, তিনি বাড়ী ফিরছেন। তারপর থেকেই তার ফোন বন্ধ রয়েছে। ভাই রবিউল ইসলাম বলেন, রাত ৮ টা ৫০ এর দিকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আমরা আমাদের আত্মীয় স্বজনসহ সকল স্থানে খোঁজা-খুজি করেছি। আমার ভাইয়ের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, গায়ের রং-শ্যামলা, পরনে কালো রংয়ের প্যান্ট ও পাতা রংয়ের গেঞ্জি রয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো: সোহেল রানা বলেন, ছেলেটির নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। আমরা মোবাইল ট্র্যাকিংসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি।