January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

টাঙ্গাইলে সড়ক দূঘর্টনায় নিহত ৬ জন পীরগঞ্জের

টাঙ্গাইলে সড়ক দূঘর্টনায় নিহত ৬ জন পীরগঞ্জের

টাঙ্গাইলে সড়ক দূঘর্টনায় নিহত ৬ জন পীরগঞ্জের

পীরপঞ্জ (রংপুর) প্রতিনিধি: শুক্রবার ভোরে টাঙ্গাইল মহা সড়ক মির্জাপুর থানাধীন গড়াইল মোড়ে বাস আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়। নিহত ৬ জনের বাড়ী পীরগঞ্জে। নিহতরা হলেন- পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের হরিপুর শাহাপুরের (রাজাকপুর) লুহানা, শওকাত, ধল্লাকান্দি গ্রামের সিরাজুল ইসলাম (৩৫), আশরাফুল ইসলাম (৩৬), খোলাহাটি গ্রামের সৈয়দ আলী এবং একজন অজ্ঞাতনামা। নিহত সিরাজুল, আশরাফুল এবং সৈয়দ আলী ঢাকায় রিকশা চালানোর জন্য যাচ্ছিলেন। শুক্রবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ নিহত হন।