January 22, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলে ম্যারাথন প্রতিযোগীতা

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলে ম্যারাথন প্রতিযোগীতা

ঠাকুরগাঁওয়ে হয়ে গেলে ম্যারাথন প্রতিযোগীতা

জে, ইতি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হাজারো মানুষের অংশ গ্রহনে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগীতা। বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করেন অংশ গ্রহনকারিরা। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নতুন চেতনার জন্ম, ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা, দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশ মাতৃকার সেবা, দেশের উন্নয়নে যুক্ত থাকার প্রয়াস ও একযোগে মিলত হয়ে কাজ করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ম্যারাথন প্রতিযোগীতা।  আজ মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্কুল বড়মাঠ চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, শুশীল সমাজের লোকজনসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এ প্রতিযোগীতায় অংশ নেয়। এসময় ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ম্যারাথনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগনের সমন্বয়ে ম্যারাথনের সুচনা হয়।        ম্যারাথনটি জেলাস্কুল বড়মাঠ থেকে শুরু হয়ে শহরের বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে মুজিব চত্বরে এসে সমাপ্তী ঘটে। সকলের সম্মিলিত উদ্যোগে সোনার বাংলা গড়ার প্রচেষ্টা ও সমাজের অসংগতি দুরীকরণসহ উন্নত রাস্ট্রে রুপান্তিত করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই বলে মনে করেন ম্যারাথনে অংশগ্রহনকারিরা। এ বিষয়ে আয়োজক ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ঢাকা ম্যারাথনের আয়োজন। আজকের উপস্থিতিই বলে দিয়েছে জাতির পিতাকে মানুষ কতটুকু স্বরণ করে। আজকের ম্যারাথন প্রতিযোগীতা সকলের জন্য দৃষ্টান্ত।    ঢাকা ম্যারাথন প্রতিযোগীতায় অংশ নিতে অনলাইনে ২ হাজারেরও বেশি রেজিস্ট্রেশনে অর্ন্তভুক্ত হলেও সব বয়সের প্রায় ৫ হাজার মানুষ এতে অংশ নেয়।