September 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৬

ঠাকুরগাঁওয়ের আলুর বস্তায় ২৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

জে, ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি:
 অভিনব কায়দায় পঞ্চগড় থেকে  ঢাকার উদ্দেশ্যে  আলুর বস্তায় ফেন্সিডিল নেয়ার পথে এক  ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে ২৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 
বুধবার (১৭ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় ঠাকুরগাঁও  শহরের বাস স্ট্যান্ড  থেকে ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত মামুন (৩০) হলেন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী   গ্রামের  খশিরুল  আলম ছেলে।  
ঠাকুরগাঁও  থানার ওসি তানভীরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিত্বে শহরের বাস স্ট্যান্ড এলাকায় হানিফ এন্টারপ্রাইজ এ  অভিযান চালানো হয়। পরে গাড়ির পিছনের লকারে  তল্লাশী করলে আলুর বস্তায় বিশেষ ভাবে রাখা ২৪৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এসময়  মামুন নামক ব্যক্তি কে  আটক করা হয়।এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম।