June 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

তারাগঞ্জে পল্লীশ্রীর দম্পতিদের প্রশিক্ষণ

তারাগঞ্জে পল্লীশ্রীর দম্পতিদের প্রশিক্ষণ

তারাগঞ্জে পল্লীশ্রীর দম্পতিদের প্রশিক্ষণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে নারী ও কন্যাশিশুদের অধিকার এবং তাদের অধিকার গুলির সমর্থনের ক্ষমতা উন্নয়নে দম্পতিদের প্রশিক্ষণ। কমিউনিটি পর্যায়ের সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপি ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুর্শা ইউপি হলরুমে ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি দলের ১০ জোড়া দম্পতি সদস্য ওই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। এতে নারী ও কন্যাশিশুদের অধিকার গুলো প্রাপ্তির ক্ষেত্রে কিভাবে পুরুষরা সহায়তা ও সমর্থনের জন্য ক্ষমতার উন্নয়ন করাই হচ্ছে প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন এ্যাডভোকেট শিপন সাহা, এস আই মাইদুল ইসলাম, পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক। এসময় প্রশিক্ষণের সার্বিক পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার লাজিনা আক্তার।