December 1, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ


ঝিনাইদহ-
তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলটির জেলা শাখার আয়োজনে শুক্রবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা বিএনপির আহŸায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদর উপজেলা বিএনপির আহŸায়ক এ্যাড. কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহŸায়ক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পপপু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রনে সরকারের ব্যার্থতা উল্লেখ করে দ্রæত তেল, গ্যাস, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর দাবী জানান।